Loading...
अथर्ववेद > काण्ड 1 > सूक्त 23

काण्ड के आधार पर मन्त्र चुनें

  • अथर्ववेद का मुख्य पृष्ठ
  • अथर्ववेद - काण्ड 1/ सूक्त 23/ मन्त्र 1
    सूक्त - अथर्वा देवता - असिक्नी वनस्पतिः छन्दः - अनुष्टुप् सूक्तम् - श्वेत कुष्ठ नाशन सूक्त

    न॑क्तंजा॒तासि॑ ओषधे॒ रामे॒ कृष्णे॒ असि॑क्नि च। इ॒दं र॑जनि रजय कि॒लासं॑ पलि॒तं च॒ यत् ॥

    स्वर सहित पद पाठ

    न॒क्त॒म्ऽजा॒ता । अ॒सि॒ । ओ॒ष॒धे॒ । रामे॑ । कृष्णे॑ । असि॑क्नि । च॒ ।इ॒दम् । र॒ज॒नि॒ । र॒ज॒य॒ । कि॒लास॑म् । प॒लि॒तम् । च॒ । यत् ॥


    स्वर रहित मन्त्र

    नक्तंजातासि ओषधे रामे कृष्णे असिक्नि च। इदं रजनि रजय किलासं पलितं च यत् ॥

    स्वर रहित पद पाठ

    नक्तम्ऽजाता । असि । ओषधे । रामे । कृष्णे । असिक्नि । च ।इदम् । रजनि । रजय । किलासम् । पलितम् । च । यत् ॥

    अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 23; मन्त्र » 1

    भाषार्थ -
    (ওষধে) হে উষ্ণতা বজায়কারী ঔষধি ! তুমি (নক্তংজাতা) রাত্রিতে উৎপন্ন (অসি) হয়েছ, যে তুমি (রামে) রমণকারী (কৃষ্ণে) চিত্তের আকর্ষণকারী/চিত্তাকর্ষক (চ) এবং (অসিক্নি) নির্বন্ধ [পূর্ণ সার সম্পন্ন]। (রজনি) হে উত্তম বর্ণ ধারণকারী ! তুমি (ইদম্) এই (যৎ) যে (কিলাসম্) রূপ বিনষ্টকারী কুষ্ঠ আদি (চ) এবং (পলিতম্) শরীরের শ্বেত রোগ রয়েছে [তাদের] (রজয়) রাঙিয়ে দাও ॥১॥

    भावार्थ - সদ্বৈদ্য উত্তম পরীক্ষিত ঔষধসমূহ দ্বায়া রোগসমূহের নিবৃত্তি করেন॥১॥ ১−রাতে উৎপন্ন ঔষধি দ্বারা এটি বোঝানো হচ্ছে যে, ঔষধী, গম, ভুট্টা, চাল আদি অন্ন এবং কমল আদি রোগ বিনষ্টকারী পদার্থ চন্দ্রের কিরণ দ্বারা পুষ্ট হয়ে উৎপন্ন হয় ॥ ২−একই ভাবে মনুষ্যদের গর্ভাধানক্রিয়া রাত্রিতে করা উচিত ॥ ৩−ঔষধি আদি মূর্ত্তিমান পদার্থ পাঁচ তত্ত্ব দ্বারা তৈরি হয়, তারপরও তাদের ভিন্ন-ভিন্ন আকার এবং ভিন্ন-ভিন্ন গুণ রয়েছে। এই মূল সংয়োগ-বিয়োগ ক্রিয়া ঈশ্বরের অধীনে রয়েছে। বস্তুত মনুষ্যের জন্য এই কর্ম রাত্রি অর্থাৎ অন্ধকার বা অজ্ঞানে রয়েছে॥ ৪−প্রলয়রূপী রাত্রির পর প্রথমে অন্ন আদি পদার্থ উৎপন্ন হয়, তারপর মনুষ্য আদির সৃষ্টি হয়॥১॥

    इस भाष्य को एडिट करें
    Top