अथर्ववेद - काण्ड 3/ सूक्त 14/ मन्त्र 1
सं वो॑ गो॒ष्ठेन॑ सु॒षदा॒ सं र॒य्या सं सुभू॑त्या। अह॑र्जातस्य॒ यन्नाम॒ तेना॑ वः॒ सं सृ॑जामसि ॥
स्वर सहित पद पाठसम् । व॒: । गो॒ऽस्थेन॑ । सु॒ऽसदा॑ । सम् । र॒य्या । सम् । सुऽभू॑त्या । अह॑:ऽजातस्य । यत् । नाम॑ । तेन॑ । व॒: । सम् । सृ॒जा॒म॒सि॒॥१४.१॥
स्वर रहित मन्त्र
सं वो गोष्ठेन सुषदा सं रय्या सं सुभूत्या। अहर्जातस्य यन्नाम तेना वः सं सृजामसि ॥
स्वर रहित पद पाठसम् । व: । गोऽस्थेन । सुऽसदा । सम् । रय्या । सम् । सुऽभूत्या । अह:ऽजातस्य । यत् । नाम । तेन । व: । सम् । सृजामसि॥१४.१॥
अथर्ववेद - काण्ड » 3; सूक्त » 14; मन्त्र » 1
मन्त्र विषय - গোরক্ষোপদেশঃ
भाषार्थ -
[হে গাভীসমূহ !] (বঃ) তোমাদের (সুষদা) সুখপূর্বক বসার যোগ্য (গোষ্ঠেন) গোশালার সাথে (সম্) সংযুক্ত/সম্বন্ধযুক্ত করে (রয়্যা) ধন-সম্পদের সাথে (সম্) সংযুক্ত/সম্বন্ধযুক্ত করে এবং (সুভূত্যা) বহু সম্পত্তির সাথে (সম্) সংযুক্ত/সম্বন্ধযুক্ত করে ও (অহর্জাতস্য) প্রতিদিন উৎপন্ন হওয়া [প্রাণী] এর (যৎ নাম) যে নাম আছে, (তেন) সেই [নাম] এর সাথে (বঃ) তোমাদের (সম্, সৃজামসি=০−মঃ) আমরা সংযুক্ত/সম্বন্ধযুক্ত করে রাখি ॥১॥
भावार्थ - মনুষ্য গাভীদের, স্বচ্ছ নীরোগ গোয়ালে রেখে লালন-পালন করুক এবং তাদের নিজেদের ধন ও সম্পত্তির কারণ জেনে অন্য প্রাণীদের মতো তাদের নাম বহুলা, কামধেনু, নন্দিনী প্রভৃতি রাখুক ॥১॥
इस भाष्य को एडिट करें