अथर्ववेद - काण्ड 2/ सूक्त 6/ मन्त्र 3
त्वाम॑ग्ने वृणते ब्राह्म॒णा इ॒मे शि॒वो अ॑ग्ने सं॒वर॑णे भवा नः। स॑पत्न॒हाग्ने॑ अभिमाति॒जिद्भ॑व॒ स्वे गये॑ जागृ॒ह्यप्र॑युछन् ॥
स्वर सहित पद पाठत्वाम् । अ॒ग्ने॒ । वृ॒ण॒ते॒ । ब्रा॒ह्म॒णा: । इ॒मे । शि॒व: । अ॒ग्ने॒ । स॒म्ऽवर॑णे । भ॒व॒ । न॒: । स॒प॒त्न॒ऽहा । अ॒ग्ने॒ । अ॒भि॒मा॒ति॒ऽजित् । भ॒व॒ । स्वे । गये॑ । जा॒गृ॒हि॒ । अप्र॑ऽयुच्छन् ॥६.३॥
स्वर रहित मन्त्र
त्वामग्ने वृणते ब्राह्मणा इमे शिवो अग्ने संवरणे भवा नः। सपत्नहाग्ने अभिमातिजिद्भव स्वे गये जागृह्यप्रयुछन् ॥
स्वर रहित पद पाठत्वाम् । अग्ने । वृणते । ब्राह्मणा: । इमे । शिव: । अग्ने । सम्ऽवरणे । भव । न: । सपत्नऽहा । अग्ने । अभिमातिऽजित् । भव । स्वे । गये । जागृहि । अप्रऽयुच्छन् ॥६.३॥
अथर्ववेद - काण्ड » 2; सूक्त » 6; मन्त्र » 3
भाषार्थ -
(অগ্নে) হে অগ্রণী প্রধানমন্ত্রী ! (ইমে ব্রাহ্মণাঃ) এই ব্রহ্মজ্ঞ ও বেদজ্ঞ (ত্বাম্ বৃণতে) তোমার নির্বাচন করে? (অগ্নে) হে অগ্রণী প্রধানমন্ত্রী! (নঃ সংবরণে) আমাদের সম্যক-নির্বাচনে (শিবঃ) প্রজাদের জন্য কল্যাণকারী (ভব) তুমি হও ! (অগ্নে) হে অগ্রণী প্রধানমন্ত্রী ! (সপত্নহা) তুমি শত্রুদের হনন করো, (অভিমাতিজিৎ) অভিমানীদের ওপর বিজয় প্রাপ্ত করো। (স্বে গয়ে) নিজ রাষ্ট্রগৃহে (অপ্রয়ুচ্ছন্) প্রমাদ না করে/বিনা প্রমাদে (জাগৃহি) জাগরূক হও, সাবধান হও/থাকো।
टिप्पणी -
[বৃণতে এবং সংবরণে এ সমানাভিপ্রায় রয়েছে, নির্বাচন। স্বে গয়ে =অগ্নি, রাষ্ট্রকে নিজের ঘর জেনে তার সদা রক্ষা করে/করুক। গয় গৃহনাম (নিঘং০ ৩।৪)। ব্রাহ্মণাঃ বৃণতে = ব্রহ্মজ্ঞ এবং বেদজ্ঞ, অগ্রণী প্রধানমন্ত্রীর নির্বাচন করুক। রাষ্ট্রে প্রধানমন্ত্রী কোনো এক রাজনৈতিক দলের দ্বারা নির্বাচিত হওয়া উচিত নয়, বরং রাষ্ট্রের ব্রহ্মজ্ঞ তথা বেদজ্ঞদের দ্বারা নির্বাচিত হওয়া উচিত, এটাই মন্ত্রে উল্লিখিত হয়েছে। এতদর্থে ব্রহ্মজ্ঞ তথা বেদজ্ঞদের প্রমাণপত্র রাজকীয় সভার দ্বারা প্রাপ্ত করা উচিত। তিনটি সভার নির্মাণ রাজা করবে। রাজার্যসভা, বিদ্যার্য সভা, তথা রাজ্যসভার। রাজ্যসভা তো রাজ্যের শাসনের প্রবন্ধ করবে। বিদ্যার্যসভা রাজ্যে বিদ্যার এবং ধর্মা সভা রাজ্যে ধার্মিক শিক্ষার প্রবন্ধ করবে। ধার্মিক শিক্ষা ছাড়া শাসন এবং বিদ্যা, যথেষ্ট উপকারী হতে পারে না। বেদে বলা হয়েছে— ত্রীণি রাজানা বিদথে পুরূণি পরি বিশ্বানি ভূষথঃ সদাংসি। অপশ্যমত্র মনসা জগন্বান্ব্রতে গন্ধর্বা অপি বায়ুকেশান্। -ঋ০৩।৩৮।৬ রাজানা= রাজানৌ। ত্রীণি সদাংসি= তিনটি সভা।]