अथर्ववेद - काण्ड 3/ सूक्त 8/ मन्त्र 1
सूक्त - अथर्वा
देवता - पृथिवी, वरुणः, वायुः, अग्निः
छन्दः - त्रिष्टुप्
सूक्तम् - राष्ट्रधारण सूक्त
आ या॑तु मि॒त्र ऋ॒तुभिः॒ कल्प॑मानः संवे॒शय॑न्पृथि॒वीमु॒स्रिया॑भिः। अथा॒स्मभ्यं॒ वरु॑णो वा॒युर॒ग्निर्बृ॒हद्रा॒ष्ट्रं सं॑वे॒श्यं॑ दधातु ॥
स्वर सहित पद पाठआ । या॒तु॒ । मि॒त्र: । ऋ॒तुऽभि॑: । कल्प॑मान: । स॒म्ऽवे॒शय॑न् । पृ॒थि॒वीम् । उ॒स्रिया॑भि: । अथ॑ । अ॒स्मभ्य॑म् । वरु॑ण: । वा॒यु: । अ॒ग्नि: । बृहत् । रा॒ष्ट्रम् । स॒म्ऽवे॒श्य᳡म् । द॒धा॒तु॒ ॥८.१॥
स्वर रहित मन्त्र
आ यातु मित्र ऋतुभिः कल्पमानः संवेशयन्पृथिवीमुस्रियाभिः। अथास्मभ्यं वरुणो वायुरग्निर्बृहद्राष्ट्रं संवेश्यं दधातु ॥
स्वर रहित पद पाठआ । यातु । मित्र: । ऋतुऽभि: । कल्पमान: । सम्ऽवेशयन् । पृथिवीम् । उस्रियाभि: । अथ । अस्मभ्यम् । वरुण: । वायु: । अग्नि: । बृहत् । राष्ट्रम् । सम्ऽवेश्यम् । दधातु ॥८.१॥
अथर्ववेद - काण्ड » 3; सूक्त » 8; मन्त्र » 1
भाषार्थ -
(মিত্রঃ) যেমন বর্ষা দ্বারা স্নিগ্ধকারী, (ঋতুভিঃ) ঋতু-সমূহের কারণে (কল্পমানঃ) সামর্থ্য-সম্পন্ন হওয়া [সূর্য], (পৃথিবীম্) ভূমণ্ডলকে (উস্রিয়াভিঃ) রশ্মির দ্বারা (সংবেশয়ন্) সকলের জন্য প্রবেশযোগ্য করে, তেমনই মিত্র অর্থাৎ সকলের মিত্র অধিকারী (আ যাতু) ভূমণ্ডলের শাসনের জন্য আগমন করুক। (অথ) তদনন্তর (বরুণঃ) রাষ্ট্রপতি, (বায়ুঃ) অন্তরিক্ষের অধিপতি, (অগ্রণীঃ) অগ্রণী প্রধানমন্ত্রী (অস্মভ্যম্) আমাদের সকলের জন্য (বৃহদ্রাষ্ট্রম) বৃহৎ রাষ্ট্রকে (সংবেশ্যম্) সকলের জন্য প্রবেশযোগ্য (দধাতু) বিদধাতু, অর্থাৎ করুক।
टिप्पणी -
[মন্ত্রে সূর্য এবং ভূমণ্ডলের প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বর্ণনা রয়েছে। সূর্যকে এবং প্রধানমন্ত্রীকে মিত্র বলা হয়েছে। সূর্য ঋতুর পরিবর্তন দ্বারা সামর্থ্যযুক্ত হতে থাকে, শীত ঋতু থেকে গ্রীষ্ম ঋতুতে আগমনকালে সূর্যের সামর্থ্য বাড়তে/বৃদ্ধি হতে থাকে। এইভাবে ভূমণ্ডলের প্রধানমন্ত্রীর শক্তিও দিনের পর দিন বাড়তে থাকে। বৃহৎ-রাষ্ট্র হলো ভূমণ্ডলরূপী-রাষ্ট্র। যখন ভূমণ্ডল একটি মহান্-রাষ্ট্রে পরিণত হয়ে যায় তখন সমগ্র ভূমণ্ডল, সকলের জন্য প্রবেশ১ যোগ্য হয়ে যায় (সংবেশ্য), কোথাও প্রবেশের জন্য permit এবং visa ২ এর আবশ্যকতা থাকে না। উস্রিয়াভিঃ গোভিঃ, কিরণৈরিত্যর্থঃ (সায়ণ)। দধাতুঃ= প্রত্যেকাপেক্ষয়া একবচনম্ (সায়ণ)।] [১. কারণ একটি বৃহৎ রাষ্ট্রে প্রত্যেক ব্যক্তি সমগ্র পৃথিবীকে নিজের মাতা অর্থাৎ মাতৃভূমি বলে জানতে শুরু করে, অতঃ সমগ্র পৃথিবীকে সে নিজগৃহ মনে করে। যথা "মাতা ভূমিঃ পুত্রোঽহং পৃথিব্যাঃ। পর্জন্যঃ পিতা স উ নঃ পীপর্তু" (অথর্ব০ ১১।১।১২)। ২. নিজ দেশ থেকে পরদেশে যাওয়ার জন্য নিজ সরকার দ্বারা প্রাপ্ত স্বীকৃতি Permit, এবং বিদেশে প্রবেশ করার জন্য বিদেশী-সরকার দ্বারা প্রাপ্ত স্বীকৃতি হলো Visa।]