अथर्ववेद - काण्ड 2/ सूक्त 13/ मन्त्र 4
सूक्त - अथर्वा
देवता - आयुः
छन्दः - अनुष्टुप्
सूक्तम् - दीर्घायु प्राप्ति सूक्त
एह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥
स्वर सहित पद पाठआ । इ॒हि॒ । अश्मा॑नम् । आ । ति॒ष्ठ॒ । अश्मा॑ । भ॒व॒तु॒ । ते॒ । त॒नू: । कृ॒ण्वन्तु॑ । विश्वे॑ । दे॒वा: । आयु॑: । ते॒ । श॒रद॑: । श॒तम् ॥१३.४॥
स्वर रहित मन्त्र
एह्यश्मानमा तिष्ठाश्मा भवतु ते तनूः। कृण्वन्तु विश्वे देवा आयुष्टे शरदः शतम् ॥
स्वर रहित पद पाठआ । इहि । अश्मानम् । आ । तिष्ठ । अश्मा । भवतु । ते । तनू: । कृण्वन्तु । विश्वे । देवा: । आयु: । ते । शरद: । शतम् ॥१३.४॥
अथर्ववेद - काण्ड » 2; सूक्त » 13; मन्त्र » 4
भाषार्थ -
হে ব্রহ্মচারী ! (এহি) এসো (অশ্মানম্, আতিষ্ঠ) পাথর/শিলা/অশ্মা-এর ওপর এসে দাঁড়াও/স্থিত হও, (অশ্মা ভবতু তে তনূঃ) পাথরসদৃশ দৃঢ় হোক তোমার তনু/দেহ। (বিশ্বে দেবাঃ) সমস্ত গুরুদেব (তে আয়ুঃ) তোমার আয়ুঃ (শতম্, শরদঃ) শত বর্ষের (কৃণ্বন্তু) করুক।
टिप्पणी -
[ব্রহ্মচারীকে ক্রিয়াত্মক শিক্ষা দিয়েছে। তাঁকে দর্শানো হয়েছে যে, এই পাথরের যেমন দৃঢ়াঙ্গ, সেভাবেই তোমাকে কঠোরাঙ্গ হওয়া উচিত, তদর্থে তুমি নিয়মপূর্বক ব্যায়াম করো, এবং বীর্যের রক্ষা করো। আশ্রমের সমস্ত গুরুদেব ব্রহ্মচারীর খাদ্য-পানীয়ের বিষয়ে বিশেষ যত্ন করুক, যাতে ব্রহ্মচারীর আয়ুঃ শত বর্ষের হতে পারে। বর্ষ শব্দের জন্য শরদঃ শব্দ পঠিত হয়েছে, শরৎ কালে জীবন সুস্থ থাকে।]