अथर्ववेद - काण्ड 20/ सूक्त 127/ मन्त्र 1
सूक्त -
देवता - प्रजापतिरिन्द्रो वा
छन्दः - पथ्या बृहती
सूक्तम् - कुन्ताप सूक्त
इ॒दं जना॒ उप॑ श्रुत॒ नरा॒शंस॒ स्तवि॑ष्यते। ष॒ष्टिं स॒हस्रा॑ नव॒तिं च॑ कौरम॒ आ रु॒शमे॑षु दद्महे ॥
स्वर सहित पद पाठइ॒दम् । जना॒: । उप॑ । श्रुत॒ । नरा॒शंस॒: । स्तवि॑ष्यते ॥ ष॒ष्टिम् । स॒हस्रा॑ । नव॒तिम् । च॑ । कौरम॒ । आ । रु॒शमे॑षु । दद्महे ॥१२७.१॥
स्वर रहित मन्त्र
इदं जना उप श्रुत नराशंस स्तविष्यते। षष्टिं सहस्रा नवतिं च कौरम आ रुशमेषु दद्महे ॥
स्वर रहित पद पाठइदम् । जना: । उप । श्रुत । नराशंस: । स्तविष्यते ॥ षष्टिम् । सहस्रा । नवतिम् । च । कौरम । आ । रुशमेषु । दद्महे ॥१२७.१॥
अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 127; मन्त्र » 1
मन्त्र विषय - রাজধর্মোপদেশঃ
भाषार्थ -
(জনাঃ) হে মনুষ্যগণ! (ইদম্) ইহা (উপ) শ্রদ্ধাপূর্বক (শ্রুত) শ্রবণ করো, [যে] (নরাশংসঃ) মনুষ্যদের মধ্যে প্রশংসিত পুরুষ (স্তবিষ্যতে) মহিমান্বিত হবে। (কৌরম) হে পৃথিবীতে রমণকারী রাজন্! (ষষ্টিম্ সহস্রা) ষাট সহস্র (চ) এবং (নবতিম্) নব্বই [অর্থাৎ অনেক দান] (রুশমেষু) হিংসুকদের প্রক্ষেপকারী/প্রক্ষেপক বীরদের মাঝে (আ দদ্মহে) আমরা প্রাপ্ত করি ॥১॥
भावार्थ - যে ব্যক্তি সৎকর্ম করে, সে জগতে সর্বদা প্রশংসিত হয়, এই বিবেচনায় রাজার উচিত, দক্ষ বীরদের মধ্যে সুপাত্রদের শ্রদ্ধাভরে অনেক দান করা।১।। [সূচনা−সূক্ত ১৩৬ এর মন্ত্র ১ তথা ৪ ছাড়া, এই কুন্তাপসূক্ত ১২৭-১৩৬ ঋগ্বেদ আদি অন্য বেদে নেই। আমি স্বামী বিশ্বেশ্বরানন্দ নিত্যানন্দ কৃত পদসূচী থেকে পদপাঠ সংগ্রহ করে লিখেছি। সূচনা অথর্ব০ ২০।৩৪।১২, ১৬, ১৭; ৪৮।১-৩; ৪৯।১-৩ দেখো ॥](কুন্তাপসূক্তানি) এর অর্থ পাপ বা দুঃখ ভস্মকারী সূক্ত অর্থাৎ বেদমন্ত্রসমূহ ॥
इस भाष्य को एडिट करें