Loading...
अथर्ववेद > काण्ड 20 > सूक्त 49

काण्ड के आधार पर मन्त्र चुनें

  • अथर्ववेद का मुख्य पृष्ठ
  • अथर्ववेद - काण्ड 20/ सूक्त 49/ मन्त्र 3
    सूक्त - खिलः देवता - इन्द्रः छन्दः - गायत्री सूक्तम् - सूक्त-४९

    श॒क्रो वाच॒मधृ॑ष्णुहि॒ धाम॑धर्म॒न्वि रा॑जति। विम॑दन्ब॒र्हिरास॑रन् ॥

    स्वर सहित पद पाठ

    श॒क्र: । वाच॒म् । अधृ॑ष्णुहि । धाम॑ । धर्म॑न् । वि । रा॑जति ॥ विम॑दन् । ब॒र्हि: । आ॒सर॑न् ॥४९.३॥


    स्वर रहित मन्त्र

    शक्रो वाचमधृष्णुहि धामधर्मन्वि राजति। विमदन्बर्हिरासरन् ॥

    स्वर रहित पद पाठ

    शक्र: । वाचम् । अधृष्णुहि । धाम । धर्मन् । वि । राजति ॥ विमदन् । बर्हि: । आसरन् ॥४९.३॥

    अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 49; मन्त्र » 3

    भाषार्थ -
    হে উপাসক! তুমিও (শক্রঃ) শক্তিমান্, (বাচম্) নিজের স্তুতিবাণীর আরোহণ করো, এবং (অধৃষ্ণুহি=আধৃষ্ণুহি) নিজ পাপ-সমূহের পূর্ণরূপে পরাজিত/দূর/অপসারণ করো। (ধামধর্মন্) তোমার জ্যোতির্ময় হৃদয়-ধামে, হৃদয়গৃহে, (বিরাজতি) পরমেশ্বর বিরাজমান। (মদন্) পরমেশ্বর তোমাকে আনন্দিত করে (বর্হি) তোমার হৃদয়াসনের দিকে (বি আসরন্) বিশেষ রূপে সরণ করছে, শনৈঃ-শনৈঃ প্রকট হচ্ছেন।

    - [ধামধর্মন্=ধাম (জ্যোতিঃ) ধর্মন্ (গৃহে) যোগী যখন হৃদয়ে ধ্যানমগ্ন হয়, তখন তাঁর হৃদয়ে বিবিধ প্রকারের জ্যোতি দৃষ্টিগোচর হয়। যথা—তত্র (বুদ্ধিসত্ত্বে) স্থিতিবৈশারদদ্যাৎ প্রবৃত্তিঃ, সূর্যেন্দুগ্রহমণিপ্রভারূপাকারেণ বিকল্পতে” (যোগ, ব্যাসভাষ্য ১.৩৬)। অর্থাৎ “চিত্ত যখন সত্ত্বপ্রধান হয়, তখন হৃদয় স্থির করলে সূর্য, চন্দ্র, গ্রহ, মণিপ্রভা আদি নানা জ্যোতির দর্শন হয়”। এরূপ অবস্থা উপস্থিত হলে যোগী পরমেশ্বরের দর্শন লাভ করে।]

    इस भाष्य को एडिट करें
    Top