Loading...

काण्ड के आधार पर मन्त्र चुनें

  • अथर्ववेद का मुख्य पृष्ठ
  • अथर्ववेद - काण्ड 20/ सूक्त 126/ मन्त्र 4
    सूक्त - वृषाकपिरिन्द्राणी च देवता - इन्द्रः छन्दः - पङ्क्तिः सूक्तम् - सूक्त-१२६

    यमि॒मं त्वं वृ॒षाक॑पिं प्रि॒यमि॑न्द्राभि॒रक्ष॑सि। श्वा न्व॑स्य जम्भिष॒दपि॒ कर्णे॑ वराह॒युर्विश्व॑स्मा॒दिन्द्र॒ उत्त॑रः ॥

    स्वर सहित पद पाठ

    यम् । इ॒यम् । त्वम् । वृ॒षाक॑पिम् । प्रि॒यम् । इन्द्र॒ । अ॒भि॒रक्ष॑सि ॥ श्वा । नु । अ॒स्य॒ । ज॒म्भि॒ष॒त् । अपि॑ । कर्णे॑ । व॒रा॒ह॒ऽयु: । विश्व॑स्मात् । इन्द्र॑: । उत्ऽत॑र ॥१२६.४॥


    स्वर रहित मन्त्र

    यमिमं त्वं वृषाकपिं प्रियमिन्द्राभिरक्षसि। श्वा न्वस्य जम्भिषदपि कर्णे वराहयुर्विश्वस्मादिन्द्र उत्तरः ॥

    स्वर रहित पद पाठ

    यम् । इयम् । त्वम् । वृषाकपिम् । प्रियम् । इन्द्र । अभिरक्षसि ॥ श्वा । नु । अस्य । जम्भिषत् । अपि । कर्णे । वराहऽयु: । विश्वस्मात् । इन्द्र: । उत्ऽतर ॥१२६.४॥

    अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 126; मन्त्र » 4

    भाषार्थ -
    (ইন্দ্র) হে পরমেশ্বর! (ত্বম্) আপনি, (যম্ ইমম্) যে এই (প্রিয়ম্) প্রিয় (বৃষাকপিম্) বৃষাকপি-এর (অভি রক্ষসি) রক্ষা করেন, মানো (অস্য কর্ণে অপি) এর কানেও (নু) নিশ্চিতরূপে (শ্বা) কুকুর (জম্ভিষৎ) কামড়ে দিয়েছে, (বরাহয়ুঃ) যে কুকুর বরাহের পিছু নেয়। (বিশ্বস্মাৎ০) পূর্ববৎ।

    - [“শ্বা” এর অর্থ হল—কুকুর, এবং বরাহ-এর অর্থ হল—শূকর। শূকর মহা-অপবিত্র হয়, এবং কুকুর কিছুটা কম অপবিত্র। অপবিত্রতায় কুকুর হল শূকরের অনুগামী। এইজন্য কুকুরকে বরাহয়ুঃ বলা হয়েছে। বরাহয়ু এর অর্থ হল—“বরাহমনু যাতি,” যা বরাহ-এর অনুগামী। বরাহয়ুঃ=বরাহ+যা+কুঃ; যথা মৃগয়ুঃ (উণাদি কোষ ১.৩৭)। কুকুর লোভী হয়, এইজন্য কুকুরের ক্ষুধার জন্য ইংরেজিতে canine Appetite শব্দের প্রয়োগ হয়। “কুকুর কামড়ে দিয়েছে”—ইহার এখানে অভিপ্রায় হল—“সাংসারিক লোভ কামড়ে দিয়েছে”। মন্ত্রে “শ্বা” শব্দের অভিপ্রায়—লোভ। কুকুরের দুই প্রবৃত্তির নির্দেশ মন্ত্রে হয়েছে। “বরাহয়ু” শব্দ দ্বারা অপবিত্রতার, এবং “শ্বা” দ্বারা লোভের। আধ্যাত্মিক-অভ্যাসের প্রথম ক্রম শ্রবণ দ্বারা আরম্ভ হয়, তদনন্তর মনন ও নিদিধ্যাসন-এর। যে ব্যক্তি শ্রবণ করে না, মানো কুকুর তাঁর কান কেটে নিয়েছে, অর্থাৎ সাংসারিক লোভে লিপ্ত তথা রত থাকার কারণে তথা অপবিত্র আচরণের কারণে সে শ্রবণ-মননাদি রহিত হয়ে রয়েছে। কানের কাজ হল শ্রবণ করা। কান কেটে গেলে, শ্রবণ হতে পারে না। মন্ত্রে কান দ্বারা আধ্যাত্মিক কানের বর্ণনা হয়েছে/আছে। যেমন বলা হয়েছে—“উত ত্বঃ শৃণ্বন্ ন শৃণোত্যেনাম্”। (ঋ০ ১০.৭১.৪)। মন্ত্রগুলোতে “শ্বা” শব্দের লাক্ষণিক প্রয়োগও হয়েছে। যথা—“শ্বা ইব” অথর্ব০ ৪.৩৭.১১; তথা “শ্বয়াতুম্” (অথর্ব০ ৮.৪.৩২)। আধিদৈবিক দৃষ্টিতে নিরুক্তে “বৃষাকপি” এর অর্থ সূর্য বলা হয়েছে (১২.৩.২৭)। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে “শ্বা” এর অর্থ হল Dogstar। Dogstar এর পারিভাষিক নাম হল Sirius। ইহাকে canicula ও বলা হয়। দ্যুলোকে এই তারা সর্বাধিক প্রকাশমান। ইহা canis major নক্ষত্র-মণ্ডলে স্থিত, যাকে great-dog ও বলা হয়। Dogstar এর উদয়, যখন সূর্যোদয় সমকালীন হয়, তখন মানো Dogstar সূর্য অর্থাৎ বৃষাকপি-এর কান কেটে নিয়েছে। Dogstar এর উদয়ের দৃষ্টিতে ততটা সময়কে Dog-days বলা হয়, যত কাল পর্যন্ত ইহা সূর্যোদয়ের সাথ-সাথে উদিত হতে থাকে। এই কাল ৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত হয়। এই কাল বর্ষাকাল। এই কালে/সময়ে মেঘের কারণে সূর্য প্রায়ঃ লুকিয়ে থাকে। মানো “শ্বা” ইহার কান কেটে নিয়েছে, এবং সূর্য পীড়ার কারণে দর্শন দিচ্ছে না। সংস্কৃতে Sirius তারাকে “লুব্ধক” বলা হয়। লুব্ধক এর অর্থ হল “লোভী” যা কুকুরের লোভবৃত্তির সূচক। এই মাংসলোভের কারণ “শ্বা” “বৃষাকপি” এর কান কেটে নিয়েছে।

    इस भाष्य को एडिट करें
    Top